সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হালিম খান (৪৭) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার উপরে হামলার অভিযোগ উঠেছে আব্দুল জব্বার নামের উপজেলা বিএনপি’র নেতা ও তার ছেলেদের বিরুদ্ধে।
হালিম খাঁন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকরকোলা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এই ঘটনায় হালিম খাঁন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (২৭ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় হালিম খান তালগাছি বাসস্ট্যান্ডে অবস্থান করার সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গারাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ও তার ২ ছেলে চাঁদা দাবি করেন। এসময় হালিম খাঁন অস্বীকার করলে আব্দুল জব্বার সহ তার ছেলেরা তার উপরে হামলা করে গুরুতর আহত করে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গারাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আওয়ামীলীগ সরকারের সময় হালিম খান তাদের সাথে মিলিতভাবে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে যুক্ত ছিল। গত মঙ্গলবার হালিম এবং এলাকার চিহ্নিত চাঁদাবাজ আওয়ামী লীগ নেতা আইনুল মাস্টার মহেশপুর ঢালু এলাকায় একটি বালুমহাল ও ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিকদের মারধর করে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে তালগাছি বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে মারধর করে।
তিনি আরো বলেন, এই ঘটনার সাথে আমি ও আমার সন্তানদের কোন সম্পৃক্ততা নেই। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা করছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সবুজ রানা বলেন, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply