তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব সেখ (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ফসলি মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত হাবিব ওই গ্রামের লিয়াকত ব্যাপারির ছেলে।
পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (বাবু) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই কৃষক তার বোরো ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছে বলে জেনেছি। ওই কৃষকের পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply