সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: পৈত্রিক সম্পত্তি নিয়ে উত্তরসূরীদের বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ায় গ্রাম্য সালিশে একঘরে করে রাখা হয়েছে একটি অসহায় পরিবারকে। অবরুদ্ধ পরিবারের অভিযোগ তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। এভাবে চলতে থাকলে গবাদি পশুসহ তাদের জীবননাশেরও আশংকা রয়েছে বলে তারা উৎকন্ঠা প্রকাশ করেছেন।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ড দাবারিয়া মাঠপাড়ায়। এখানকার দিনমজুর বৃদ্ধ কেরামত আলী শিকদার (৭৫) ও তার স্ত্রী তারা বেগম (৭২) এর পরিবারকে একঘরে করা হয়েছে।
ভুক্তভোগী তারা বেগম জানান, তার বাবা নিয়ামত সরকারের মৃত্যুর পর তারা চার বোন সাকেরা, আয়শা, হামিদা এবং তিনি তাদের পৈত্রিক সম্পত্তির অংশীদার হন। কিন্তু তাকে তার প্রাপ্য অংশ বুঝে না দিয়ে প্রভাবশালীদের সহায়তায় অপর বোনেরা ষড়যন্ত্র শুরু করেন। তিনি বাধ্য হয়ে এবিষয়ে সিরাজগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এরই জের ধরে তাদের একঘরে করে রাখা হয়েছে।
এবিষয়ে তার বড়বোন সাকেরা খাতুন অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন, ৩০/৩৫ বছর পূর্বে তারা বেগম নিজের অংশের সম্পত্তি তার কাছে বিক্রি করেন কিন্তু সেসময় বিশেষ কারণে রেজিস্ট্রি করা যায়নি। এখন তারা বেগম বিষয়টি অস্বীকার করছেন।
এ বিষয়ে তারা বেগম বলেন, আমি তার কাছে সম্পত্তি বিক্রি করেছি তিনি এমন কোন প্রমান দেখাতে পারবেন না।
এলাকার মাদবর আনিসুর রহমান সাত্তার বেপারি একঘরে করার বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামের প্রধানদের অমান্য করে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করায় তাদেরকে একঘরে করার ঘোষণা দেয়া হয়েছে।
Leave a Reply