ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় পৃথক দুই ঘটনায় একই দিনে দুই যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামে মাদকাসক্ত আবু দাউদ (১৮) নামে শনিবার দিবা গত রাত ৩টার দিকে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তিনি গোপালপুর গ্রামের সোবাহান শেখের পুত্র।
ওপর দিকে গালা ইউনিয়নে প্রতিবেশিদের সাথে দ্বন্দের জেরে, আজিম পরামানিক (২৪) আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আজিম শেখ গালা গ্রামের উজ্জ্বল পারামানিকের ছেলে।
শাহজাদপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শেখ বলেন, শাহজাদপুর উপজেলায় একই দিনে দুই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে, কৈইজুরী গ্রামের আবু দাউদ (১৮) নামের এক মাদকাসক্ত গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গালা গ্রামের আজিম পরামানিক প্রতিবেশীদের সাথে দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করেছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মরগে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply