সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের দরগাপড়ার ওয়ারেছিয়া দরবার শরীফের বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্ঠানে আগত মুরিদানদের যত্রতত্র খাবারের উচ্ছ্বিষ্ট ফেলার কারনে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। খাবারের পচা গন্ধে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে এ রাস্তা দিয়ে চলাচলকারী শতশত মানুষকে।
সোমবার (১৪আগষ্ট) সকাল দশটায় সরেজমিনে পৌর শহরের দরগাপাড়ার ওয়ারেছিয়া দরবার শরীফ ইমাম বাড়ির আশ পাশের এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে ব্যবহৃত শত শত অপচনশীল প্লেট স্তুপ আকারে পড়ে রয়েছে। করতোয়া নদীর তীরে একটি পয়েন্টেও ময়লা আবর্জনা দেখা যায়। কিছু কিছু স্থানে প্লেটে থাকা পচা খাবার থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীদের নাক চেপে চলাচল করতে দেখা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শনিবার (১২আগষ্ট) ওয়ারেছিয়া দরবার শরীফের বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্ঠান ছিল। সেখানে বিভিন্ন স্থান থেকে আগত শতশত মুরিদানের জন্য ৪বেলার খাবারের ব্যবস্থা করা হলেও তার উচ্ছ্বিষ্ট ফেলার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় এবং সেগুলো যত্রতত্র ফেলার কারনে এই দুরবস্থা সৃষ্টি হয়েছে।
একালাবাসী আরো জানান, এ দরবার শরীফে বছরে এধরনের তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিটি অনুষ্ঠানের পরেই পরিবেশ দূষণের এমন চিত্র দেখা যায়।
এ বিষয়ে কথা বলার জন্য বর্তমান পীর কেবলা সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ ওয়ারেছী তারেক এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরন করে বলেন, ”এগুলো আমাদের দেখার দায়িত্ব নয়। আপনি যা পারেন করেন গিয়ে।”
এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীর দৃষ্টি করা হলে তিনি বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি পৌরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে সহায়তা করার আহবান জানান।
Leave a Reply