ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের শাহজাদপুরে নেশার টাকা না পেয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শাহজাদপুর পূর্ব চর কৈজুরী গ্রামের এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। তার মা ও এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরাতে পারেননি। গতকাল মঙ্গলবার বিকেলে মায়ের কাছে নেশার টাকার জন্য আবদার করে সে। এ সময় মা টাকা দিতে না পারায় সে বাড়িঘরের জিনিসপত্র ভাঙচুর করে। পরে বুধবার নিজ শয়নকক্ষের বারান্দায় ব্লক বস্তার বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শাহজাদপুর থানার ওসি সবুজ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply