সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের দত্তদারতা গ্রামের নজরুল ইসলামের মৃত্যুকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলার হুমকি দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই গ্রামের শতাধিক শিশু, কিশোর ও নারী পুরুষ।
শনিবার (১২ই নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট করতোয়া সেতুর পশ্চিম পাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহজাদপুর থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষোভকারীরা শাহজাদপুর উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী, মাজেম মাস্টার, আব্দুল মোতালেব, সালমা খাতুন ও নাহিদা খাতুন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ নভেম্বর উপজেলার গালা ইউনিয়ের মৃত নাসিম উদ্দিন সরদারের পুত্র নজরুল ইসলাম চর বর্ণিয়া খেয়া ঘাটে তার অপর ভাইয়ের সাথে নদী পার হয়ে বেড়া যাওয়া উদ্দেশ্যে বেড়িয়ে খেয়া ঘাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষনাত স্থানীয়রা তার মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন, পরে মুমূর্ষ অবস্থায় বেড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল নৌকায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নজরুলের পরিবারের সদস্যরা তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক তদন্ত সাখাওয়াত হোসেন ।
এই ঘটনায় জমিজমা সংক্রান্ত বিবদমান প্রতিপক্ষ দত্তরদারতা গ্রামের কামরুজ্জামান. রেজাউল, মালেক ও রফিকুল সহ প্রায় ২১জনকে আসামী করে মৃত নজরুলের ভাতিজা শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে।
পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শহ্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়না তদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করে।
নজরুলের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে চালিয়ে প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করার ষরযন্ত্র করছে তাই সত্য ঘটনাটি উদঘাটন করে সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য সমাবেশ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
Leave a Reply