সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ (১৫ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( শাহজাদপুর সার্কেল)মোঃ কামরুজ্জামান পি পি এম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমূখ।আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে আলোচনা করেন।
এর আগে সকালে প্রথমে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পুস্প মাল্য অর্পন শেষে প্রফসর মেরিনা জাহান কবিতার নেতৃত্বে শাহজাদপুরের কর্তব্যরত সরকারী কর্মকর্তা,কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী , দলীয় নেতাকর্মী ও সাধারন জনতার সমন্বয়ে এক বিশাল শোক র্যালী বেরকরা হয়। পরিশেষে শিশু- কিশোর-কিশোরীদের আমার চোখে বঙ্গবন্ধু চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply