1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত শিয়ালকোল আব্দুল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ৪০ বছর পূর্তিতে পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬টি আসনে যাদের মনোনয়ন বৈধ ছোনগাছায় গরু চুরি অভিযোগে নারীসহ গ্রেফতার-৩ উল্লাপাড়ায় দুর্বিত্তের দেওয়া আগুনে পুড়ল করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান কাজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদকসহ ২ নেতা বহিষ্কার  সিরাজগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত  সিরাজগঞ্জে ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ) সংসদীয় আসনে ৭প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল তাড়াশে নানা আয়োজনে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত জনতা ব্যাংক পিএলসি.সিরাজগঞ্জ কর্পোরেট শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুরে চোরাই ৯ ভড়ি ৫ আনা স্বর্ণালংকার উদ্ধারসহ চোর আটক

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৫ Time View

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা কর্তৃক ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন, চুরির সাথে জড়িত থাকার দায়ে আবু সুফিয়ান সবুজ (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করা হয়েছে। চোরাই ০৯ ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্যা জানান অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা।

গ্রেফতারকৃত আবু সুফিয়ান সবুজ সিরাজগঞ্জ পৌর শহরের ফুলকোচা গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। সে মাদকাসক্ত বলে জানা যায়।

জানা যায় গত ২৬ মে অভিযোগকারী মো: ফারুক হোসেন লিখিত ভাবে জানান যে, তিনি গত  ২৫মে তাহার পরিবার নিয়ে তাহার বাসার ২য় তলায় ঘুমিয়ে পড়েন। সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ঘুম থেকে উঠে দেখেন যে তাহার বাসার ৩য় তলার মেইন দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাহার বাসা থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রায় ১০ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা মামলা নং-৪৭, তারিখ- ২৭/০৫/২৩ ইং, ধারা-৪৫৪/৩৮০ দ: বি: রুজু করেন এবং তদন্তভার এসআই (নি:) মো: শারফুল ইসলাম এর উপর অর্পন করেন। এসআই ( নি:) শারফুল ইসলাম উক্ত মামলার তদন্তভার গ্রহণপুর্বক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সহিত জড়িত আসামী মো: সুফিয়ান সবুজ কে সনাক্ত করেন।

আজ  রবিবার (২৮ মে) রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় ইন্সপেক্টর (তদন্ত) মো: সাজ্জাদুর রহমান এর নেতৃত্ত্বে এসআই শারফুলসহ সংগীয় ফোর্স সিরাজগঞ্জ সদর থানাধীন ফুলকোচা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ১। মো: আবু সুফিয়ান সবুজ (৩৫), পিতা- আব্দুস সালাম, গ্রাম- ফুলকোচা, থানা- সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জ কে গ্রেফতার করেন এবং তাহার দেখানো মতে তাহার জিম্মা হতে চোরাই ৯ ভড়ি ৫ আনা ওজনের বিভিন্ন স্বর্ণ অলংকার উদ্ধার করেন।

জানা যায়  গ্রেফতারকৃত চোরের তার সুনির্দিষ্ট কোন পেশা নাই। বিভিন্ন বসত বাড়ীতে চুরি করাই তার মুল পেশা। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ০২ টি মাদক মামলা এবং ০২ টি চুরি মামলাসহ মোট ০৪ টি মামলা  রয়েছে।

গ্রেফতারকৃত আসামী চুরির কথা স্বীকার করেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD