শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা কর্তৃক ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন, চুরির সাথে জড়িত থাকার দায়ে আবু সুফিয়ান সবুজ (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করা হয়েছে। চোরাই ০৯ ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্যা জানান অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান সবুজ সিরাজগঞ্জ পৌর শহরের ফুলকোচা গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। সে মাদকাসক্ত বলে জানা যায়।
জানা যায় গত ২৬ মে অভিযোগকারী মো: ফারুক হোসেন লিখিত ভাবে জানান যে, তিনি গত ২৫মে তাহার পরিবার নিয়ে তাহার বাসার ২য় তলায় ঘুমিয়ে পড়েন। সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় ঘুম থেকে উঠে দেখেন যে তাহার বাসার ৩য় তলার মেইন দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তাহার বাসা থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রায় ১০ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা মামলা নং-৪৭, তারিখ- ২৭/০৫/২৩ ইং, ধারা-৪৫৪/৩৮০ দ: বি: রুজু করেন এবং তদন্তভার এসআই (নি:) মো: শারফুল ইসলাম এর উপর অর্পন করেন। এসআই ( নি:) শারফুল ইসলাম উক্ত মামলার তদন্তভার গ্রহণপুর্বক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সহিত জড়িত আসামী মো: সুফিয়ান সবুজ কে সনাক্ত করেন।
আজ রবিবার (২৮ মে) রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকায় ইন্সপেক্টর (তদন্ত) মো: সাজ্জাদুর রহমান এর নেতৃত্ত্বে এসআই শারফুলসহ সংগীয় ফোর্স সিরাজগঞ্জ সদর থানাধীন ফুলকোচা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী ১। মো: আবু সুফিয়ান সবুজ (৩৫), পিতা- আব্দুস সালাম, গ্রাম- ফুলকোচা, থানা- সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জ কে গ্রেফতার করেন এবং তাহার দেখানো মতে তাহার জিম্মা হতে চোরাই ৯ ভড়ি ৫ আনা ওজনের বিভিন্ন স্বর্ণ অলংকার উদ্ধার করেন।
জানা যায় গ্রেফতারকৃত চোরের তার সুনির্দিষ্ট কোন পেশা নাই। বিভিন্ন বসত বাড়ীতে চুরি করাই তার মুল পেশা। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় ০২ টি মাদক মামলা এবং ০২ টি চুরি মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী চুরির কথা স্বীকার করেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply