আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ৯৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ (কৃষি চত্বর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ এবং সঞ্চালনায়-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক নূর ইসলাম প্রমূখ।
এ সময়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহ সুফলভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply