আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বারি সরিষা -১৪ এর কৃষকের মাঠ দিবস পালন করা হয় এবং সেই সাথে রবি/২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাপিত সূর্যমুখীর প্লট পরিদর্শন করা হয়।
বুধবার (৬ মার্চ) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদি পাড়া ঈদগাঁ মাঠে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ নাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ।
এসময়ে অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী, কর্মকর্তা -কর্মচারী, সুধীজন, গণমান্য ব্যক্তিবর্গরা, এবং কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply