সেলিম তালুকদার, সিরাজগঞ্জ (শাহজাদপুর) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরকোলা খেয়া ঘাট এলাকায় শাহজাহান প্রামানিক (৬০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ নৌ পুলিশ।
সরোজমিনে গিয়ে দেখা যায় গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরখোলা খেয়া ঘাটে ভাসমান লাস্টটিকে দেখতে উৎসুক জনতা ভিড় ।
শনিবার (১১ মে) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশটির পরিচয় জানা যায় তিনি হলেন গাড়াদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাউসাগাড়ি গ্রামের শাজাহান প্রামানিক (৬০) পিতা মৃত ময়েজ প্রামানিক তিনি এক কন্যা সন্তানের জনক। শুক্রবার রাত আনুমানিক ১০টার পরে বাড়ি থেকে বের হয়ে দাড় টেনে নদী পার হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। আরো জানা যায় মৃত শাজাহান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
পরে ঘটনাস্থল অপরিদর্শন করেন শাহজাদপুর থানার পরিদর্শক মোঃ রঞ্জু মিয়া ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বার।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল হক জানান শাহজাহান আলী ওরফে (শাজাহান পাগলা) গতকাল রাতে নৌকা পার হয়ে হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, এবং এ বিষয়ে তিনি আরো জানান এলাকাবাসীর কারো সঙ্গে তার কোন শত্রুতা ছিল না এমনকি মৃত শাজাহান প্রামানিক কিছুটা মানসিক রোগী ছিলেন। মৃত শাজাহান প্রামানিক অন্যের বাড়িতে কাজ করে এবং ভিক্ষা করে তার সংসার চলতো।
এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, লাশটি শাজাহান প্রামানিকের বলে সনাক্ত করেছেন এলাকাবাসী ।এলাকাবাসীর অনুরোধে এবং কোন অভিযোগ না থাকার কারণে নিহতের স্বজনদের হাতে লাশটি হস্তান্তর করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply