সেলিম তালুকদার,শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের, বেলতৈল বাজার হতে শ্রীফলতা পর্যন্ত এলজিইডির রাস্তার মেইনটেনেস্ প্রকপ্লের অনুমোদন হয়।উক্ত কাজ টি মেসার্স সুপ্তি টেডার্স টেন্ডারের মাধ্যমে পান, যার স্বত্বাধিকারী শাহজাদপুর বিআরডিপি চেয়ারম্যান লুৎফর রহমান।কাজটি E- টেন্ডার/এলজিইডি/সিরাজ/জিওবি এম/২২,২৩ অর্থ বছরে শেষ করার কথা ছিল। কিন্তু উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান টি কাজের বিভিন্ন অনিয়ম ও গড়িমসির কারনে তা এখন পর্যন্ত শেষ করতে পারেন নি, যার কারনে এলাকার কয়েক হাজার মানুষের জনদুর্ভোগ তৈরি হয়েছে। গত ২৫ দিন পূর্বে রাস্তাটির প্রাইম কোড করা হয় কিছু অংশের,এর মধ্যে যানবাহন চলাচল করার ফলে, প্রাইম কোড অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়।এমতাবস্থায় ঠিকাদার প্রতিষ্ঠান ওয়ারিং কোর্সের কাজ শুরু করেন।কাজের বিভিন্ন অনিয়ম নিয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ ভিডিও করতে গেলে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, শাহজাদপুর বিআরডিপির চেয়ারম্যান লুৎ রহমানের দ্বারা লাঞ্চিত হন।
জিওবিএম, w-36 এর ২২,২৩ অর্থ বছরের এই প্রকপ্লটি জালালপুর, কাদাই বাদলা সড়কের কাজের দুইপাশের সোল্ডারের ২ ফিট করে মাটির কাজ ধরা থাকলেও তা সঠিক ভাবে করা হয়নি। কাজের বিভিন্ন অনিয়ম ও গড়িমসি নিয়ে শাহজাদপুর উপজেলা ইন্জিনিয়ার মোঃ নুর নবীর কাছে জানতে চাইলে তিনি বলেন দুই পাশের মাটির কাজ যথা যথ ভাবে না করলে ঠিকাদারের মাটির বিল কর্তন করা হবে।তিনি আরো জানান ঠিকাদার প্রতিষ্ঠানের গড়িমসির কারনে কাজটি যথা সময়ে শেষ করা যায়নি,আমরা চেষ্টা করছি প্রাইম কোর্টের যে জায়গা গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা ট্যাককোট মেরে কাজটি শেষ করার।
Leave a Reply