সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাধারণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা ও উন্নত চিকিৎসা সেবার ব্রত নিয়ে পৌর শহরের মনিরামপুর বাজারে উদ্বোধন করা হয়েছে নিরালা হাসপাতাল।
শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় পৌর শহরের নিরালা হাসপাতাল ভবনে হাসপাতালের সকল পরিচালক বৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।
এসময় নিরালা হাসপাতালের পরিচালক বৃন্দ, স্থানীয় ব্যবসায়ীরা, এলাকার জনসাধারণ, শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা যায় নিরালা হাসপাতালের পরিচালক বৃন্দের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করে নিরালা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার। ইতিমধ্যেই নিরালা ডায়াগনস্টিক সেন্টারটি চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা নীরিক্ষার দিক দিয়ে ব্যপক গ্রহণযোগ্য অবস্থান সৃষ্টি করেছে।
নিরালা হাসপাতালের অন্যতম পরিচালক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল বলেন, শাহজাদপুর ও আশপাশের উপজেলার জনসাধারণকে দীর্ঘদিন যাবৎ উন্নত চিকিৎসা সেবার জন্য বাইরের বিভিন্ন হাসপাতালে যেতে হতো।
যেহেতু শাহজাদপুর থেকে তারা কাঙ্খীত চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। তাই আমরা জনসাধারণের উন্নতমানের সু-চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে নিরালা হাসপাতাল প্রতিষ্ঠা করেছি।
আমরা আশা রাখি আমাদের হাসপাতালের মাধ্যমে অসুস্থ রোগীরা তাদের জীবনের সংকটময় মুহূর্তে সু-চিকিৎসা ও সেবা পাবেন। আমরা ব্যবসায়ীক মানুষিকতা পরিহার করে সেবার ব্রত নিয়ে ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছি।
Leave a Reply