সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবে সোবহান শেখ সজল (মিন্টু) নির্বাচনের লড়াইয়ে বাবার সুনাম অক্ষুন্ন ও অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দূর্গম চরাঞ্চল সোনাতনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা বিধৌত সোনাতনী ইউনিয়নের ধীতপুর, কুরশী, বারোপাখিয়া সহ বেশ কয়েকটি এলাকায় তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সোনাতনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক এর ছেলে সোহেল রানা হক, হাজী নূর হোসেন, মনিরুজ্জামান শীতল, মোঃ রুবেল, মোঃ সানি, মোঃ জাহাঙ্গীর, মোঃ লুৎফর, তানভীর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবে সোবহান শেখ সজল (মিন্টু) সাবেক এম.সি.এ মরহুম এ্যাড. আব্দুর রহমানের জৈষ্ঠ্য পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের বড়ভাই।
তিনি বর্তমান পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা পর থেকে তিনি উপজেলা ব্যাপী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলার জনসাধারণের মাঝে এখন পর্যন্ত তিনি শক্তিশালী প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন।
Leave a Reply