নজরুল ইসলাম, সিরাজগঞ্জ : নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে নিয়োগ বাণিজ্যের অভিযোগের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক অধিদপ্তর, ঢাকা, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
বৃহস্পতিবার( ৪ জানুয়ারী ২০২৪ইং)সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের মেকাদ্দেছ আলী পুত্র অফিস সহায়ক পদে পদপ্রার্থী আবু হানিফ এ অভিযোগটি দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহীদ আহসান উল হাবিব উচ্চ বিদ্যালয়ে ২টি অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী পদে প্রদানের জন্য গত ১৬ জুলাই ২০২৩ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের যোগ্যপ্রার্থীরা উক্ত পদ ২টিতে নিয়োগ পাওয়ার জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেন। শহীদ আহসান উল হাবিব উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটির সভাপতি, সদস্য সচিব ২টি পদে নিয়োগ দেওয়ার জন্য আগামী ৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করেন। উক্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই নিয়োগ কমিটির সভাপতি আব্দুল মতিন , সদস্য সচিব প্রধান শিক্ষক মাসুদ রানা অফিস সহায়ক পদে মো: আব্দুস ছালাম খান পুত্র মো: ওমর ফারুক (রেজাউল) এর নিকট থেকে ১৬ লাখ টাকা ও পরিচ্ছন্ন কর্মী পদে মো: জামাল এর পুত্র শামীম রেজা এর নিকট থেকে ১৬ লাখ টাকা গ্রহণ করেছে। ৩০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের করে বর্তমানে নিয়োগটি অতি গোপনে পরীক্ষা নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করছে। আগামী ৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য এখন পর্যন্ত ২টি পদের প্রার্থীদের প্রবেশপত্র ইস্যু করেনি। নিয়োগ বাণিজ্যের বিষয়টি এলাকায় প্রকাশিত হলে আমি সহ বিদ্যালয়ের হিতৈষী অভিভাববকবৃন্দ ও এলাকা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য সচিবকে অবগত করলে তারা কোন প্রকার কথা না বলে সংশ্লিষ্টদের সহিত অসৌজন্যমূলক আচারণ করে। অসৌজন্যমূলক আচারণে নিয়োগ প্রার্থীরা দুশ্চিন্তা হয়ে প্রতিবাদ প্রতিরোধে ফুসে উঠে।
অভিযোগকারী অফিস সহায়ক পদপ্রার্থী আবু হানিফ বলেন, নিয়োগ বাণিজ্যের মধ্যে নয়, মেধাভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য জোর দাবী করছি।
শহীদ আহসান উল হাবিব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, নিয়োগ কমিটির সদস্য সচিব মাসুদ রানা বলেন, আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সত্য নয়।
শহীদ আহসান উল হাবিব উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, আগামী ৯ জানুয়ারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অভিযোগের আলোকে আমার কোন বক্তব্য নেই।
Leave a Reply