লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্রাজিল সমর্থক সৌরভ মিয়া (২৮) দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) ভোররাতে দুধ দিয়ে গোসল করে এমন ঘোষণা দেন সৌরভ।
সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থন করে আসছি। বিশ্বকাপ এলে ব্রাজিলের জার্সি ও পতাকা কিনতাম। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মতো দলের কাছে ব্রাজিলের হেরে যাওয়াটা মানতে পারিনি। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন প্রত্যাহার করলাম। এখন থেকে আর্জেন্টিনার সমর্থন করব।
এদিকে সৌরভ মিয়ার দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা।
Leave a Reply