আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার ” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশন্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজনে মানবাধিকার সু-রক্ষা ফাউন্ডেশন (এমএসএফ) ঢাকা সহযোগিতায়
শনিবার (১০ ডিসেম্বর) সকাল১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন প্রদক্ষিণ শেষে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান (পিপি), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম রাখাল, রাজশাহী বিভাগীয় আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিনিয়র সহ-,সভাপতি মোঃ আব্দুল্লাহ শেখ, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আ.স.ম. কিবরিয়া, বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সিরাজগঞ্জের কর্মকর্তা, রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা দাখিল মাদ্রাসা সিরাজগঞ্জের সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন এনডিপির উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে ছিলেন, এনডিপি প্রতিবন্ধকতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
এসময়ে আইনজীবী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সদস্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, সুধীজন, গুণীজন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply