আসাদুর রহমান,শাহজাদপুর প্রতিনিধিঃ
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মাসুদ, পিতা-আঃ কুদ্দুস, সাং-কান্দাপাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। সূত্রঃ সিআর ১৮১/১৭ (শাহ) ধারা-১৪৮/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩২৭/৪২৭/৫০৬ পেনাল কোড, কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply