আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
চতুর্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার (৫ জুন) সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে গোলাম হোসেন শোভন তার ঘোড়া প্রতিকে ৭০’হাজার ৮৪২ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অ্যাডঃ মোঃ ইমরুল হোসেন তালুকদার (ইমন) -দোয়াত কলম প্রতিকে ১৭’হাজার ৮০৫’ভোট পান ।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ জাহিদুল ইসলাম মাইকেল তার উড়োজাহাজ প্রতিকে ৩২’হাজার ৭৮০ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মোঃ আব্দুর রউফ সরকার তালা প্রতিকে ২৪’হাজার ৬১৯ ভোট পান ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া পারভীন (পরি) তার বৈদ্যুতিকপাখা প্রতিকে ২৫’হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী লিনা হক লুৎফা ফুটবল প্রতিকে ২৫’হাজার ৭৩৯ ভোট পান ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার ৮ শত ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৬ শত ৮৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৯ হাজার ১ শত ৫১ জন।
Leave a Reply