মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূট্টার বাম্পার ফলনে কৃষকদের চোখে-মুখে হাসির ঝিঁলিক ফুটেছে উপজেলার ভূট্টা চাষিদের। উপজেলার শ্রীদাসগাতী গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম জানান, নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে ভূট্টার চাষাবাদা করেছেন তিনি। কম খরচে বেশ ভালো ফলন হয়েছে। নিজের কিছু জমি না থাকলে খরচ আরেক টু বাড়তো। উপজেলার ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে ভূট্টা রোদে সুখাচ্ছিলেন কৃষক রফিকুল দম্পতি।
তাদের সাথে কথা হলে তারা জানান, জমি থেকে ভূট্টা তোলার পর খোসা এড়িয়ে নিজ হাতে বাছাই করে ভালো মানের ভূট্টাগুলো আলাদা করে রোদে সুখানো হচ্ছে বাজারে বিক্রির জন্য। এদিকে ভূট্টা প্রায়কাররা উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে ভূট্টা ক্রয় করে গুদামে রাখছেন। পাশাপাশি দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এসে ট্রাকভর্তি করে ভূট্টা ক্রয় করে নিয়ে চলে যাচ্ছেন। দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বাড়ার ফলে ভূট্টার চাহিদাও দিন দিন বাড়ছে বলে মনে করছেন উপজেলার সচেতন কৃষকেরা।
Leave a Reply