মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন বাড়ির আঙ্গিনায় গৃহিণীদের এক সময় দল বেঁধে কলমির শাক সহ বিভিন্ন ধরনের সাকসবজি তুলতে দেখা গেলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আজ তা হারিয়ে গেছে প্রায়।
কিন্তু গতকাল বিকেলে উপজেলার একটি গ্রামে খুঁদে শিশুদের দল বেঁধে কলপির শাক সহ বিভিন্ন ধরনের শাক তুলতে দেখা গেছে চোখে পড়ার মতো। বিকেল হলেই শিশুরা মেতে ওঠে দলবেঁধে শাক তুলতে। শাক তুলতে আসা বেশ কয়েকজন খুদে শিক্ষার্থীদের কাছে শাক তোলার ব্যাপারে জানতে চাইলে তারা বলে, বিকেল বেলা সবাই মিলে শাক তুলতে বেশ মজা লাগে বলে জানান তারা।
শাক তুলে মাকে নিয়ে দিবেন বলেও জানান তারা। সেই শাক পানি দিয়ে সিদ্ধ করে ভেজে পরিবেশন করবে সবাই। কিটনাশক মুক্ত শাক তুলে এক সাথে খাওয়াটা মজাই আলাদা। তবে শিশুদের নিরাপত্তার স্বার্থে শিশুদের প্রতি খেয়াল রাখা উচিৎ বলে মনে করেন সচেতন অভিভাবক বৃন্দ।
Leave a Reply