মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের অধিকাংশ টিউবওয়ালে উঠছে না পানি। এতে করে দেখা দিয়েছে সূপেয় পানির তীব্র সংকট। এমনিতে গত কয়েক দিনের গরমে অতিষ্ট হয়ে পড়েছিল মানুষ। তার সঙ্গে যোগ হয়েছে সূপেয় পানির তীব্র সংকট।
যেখানে দুই টিব দিলেই একটা মগ পুরো হওয়ার কথা, সেখানে দশ টিবে পুরো করা হচ্ছে একটা মগ। সব মিলিয়ে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। বর্তমানে অন্যান্য ইউনিয়েনর পাশাপাশি বিশেষ করে উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের অধিকাংশ টিউবওয়ালে উঠছে না সূপেয় পানি।
এতে করে সূপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণত চৈত্র-বৈশাখ মাসে এমন সমস্যা হয়ে থাকে। এ সময় পানির স্তর অনেক নিচে নেমে যায়। আর তাছাড়া সাধারনত চৈত্র-বৈশাখ মাসে এমন সমস্যা অস্বাভাবিক কিছু নয়। বর্ষা মৌসুম এলে এ সমস্যা কেটে যাবে বলে মনে করেন অনেকেই।
Leave a Reply