এনামুল হক, সিরাজগঞ্জঃ রায়গঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একজনকে হত্যার উদ্দেশ্য হামলা করে মারাত্মক আহত করেছে।
ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা শাহপাড়া বটতলায়।
এঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নং ১৫/২৩।
মামলা সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা শাহপাড়া বটতলা গ্রামের মনিরুল ইসলামের সাথে শিমলা প্রামাণিকপাড়া মহল্লার তাজুল ইসলাম, বেল্লাল হোসেন ও শাউন গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধের এক পর্যায়ে গত ১৪ অক্টোবর শনিবার সকালে শিমলা শাহপাড়া বটতলায় মনিরুল ইসলামের দোকানে গিয়ে মনিরুলের উপর তাজুল ইসলাম, বেল্লাল হোসেন, শাউন গংরা অতর্কিত হামলা চালায়। দোকানে হামলা চালিয়ে মনিরুল কে হত্যার উদ্দেশ্য ধারালো ছুরি দিয়ে কোপ দেয় এসময় মনিরুল হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার হাত ব্যাপক জখম হয়। সে মাটিতে পরে গেলে তাকে বেধড়ক মারপিট করে দোকানে ঢুকে দোকানের ক্যাশে থাকা ২ লাখ টাকাসহ দোকানের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী মনিরুল কে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
মনিরুল ইসলাম এখন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, বেল্লাল হোসেন ও শাউন গায়ের জোরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে মনিরুলের ক্রয়কৃত জমি দখলে নিতে চায়।
এঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়েরের পর ১৪ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামী তাজুল ইসলাম কে গ্রেফতার করেছে।
এবিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত একজন আসামী কে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। দোষী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আানা হবে।
Leave a Reply