এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বাদ আছর রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন- সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান , সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর- সম্পাদক তানভীর মাহমুদ পলাশ , জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সদর উপজেলা যুব দলের সাধারন সম্পাদক তৌহিদ আলম, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন।
এসময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা ছাত্র দলের দফতর সম্পাদক স্বপন সেখ,সিরাজগঞ্জ শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply