মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষকের বোরো ধানের জমি থেকে ইঁদুর তাড়াতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।
প্রতি বছর কৃষকের ধান পাকা শুরু হলে বেড়ে যায় ইঁদুরের অত্যাচার। কিন্তু এবার দেখা যাচ্ছে তার কিছুটা ব্যতিক্রম। ধানের চাড়া বড় না হতেই শুরু হয়েছে কৃষকের বোরো ধানের জমিতে ইঁদুরের হানা।
এতে করে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। তাই বিনা খরচে পলেথিন, কলার ডোঁগা দিয়ে ইঁদুর তাড়ানোর নতুন পদ্ধতি প্রয়োগ করছেন উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রফিকুল ইসলামের মতো অধিকাংশ কৃষক।
সম্প্রতি বোরো ধানের বিস্তৃত কিছু কিছু বোরো ধানের জমিতে সাড়ি সাড়ি কলার ডোঁগা ও কুঞ্চির মাথায় পলেথিনের ঝাঁন্ডা বানিয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে। ফলে বাতাসে পলেথিন উড়তে থাকলে তখন ইঁদুর ভয়ে পালিয়ে যেতে থাকে।
এছাড়াও কৃষকদের সারবিক সহযোগিতা ও ইঁদুর তাড়াতে প্রতি বছরেই নানা উদ্দোগ গ্রহণ করে থাকেন উপজেলা কৃষি বিভাগ।
Leave a Reply