মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী মা-বিদ্যানিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেফ্রুয়ারি ২০২৩) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। উপজেলার মা-বিদ্যানিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ওরফে আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন পর্বের কোমলমতি ছাত্র- ছাত্রীরা অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply