মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ বিভিন্ন সড়কে ও বাড়ীর আঙ্গিনায় বেড়ে ওঠা ভামটের ফুল ছড়াচ্ছে সুবাস। প্রকৃতির দিকে তাকালে মনে হয় বসন্তের শেষ প্রান্তে এসে প্রকৃতি যেনো তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে উপজেলার বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনা ও সড়কের দু’ধারে চোখে পরে দৃস্টি নন্দন ভামট ফুলের সমাহার।
যদিও এ ফুল বেশিদিন ফুটে না থাকলেও কিছুদিনের জন্য হলেও প্রতিটি বিকেল যেনো বসন্তের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে উপজেলার গ্রামাঞ্চলের মানুষের কাছে। বিকেল হলেই ছোট-বড় অনেককেই ভিড় করতে দেখা গেছে চোখে পড়ার মতো। বিশেষ করে উঠতি বয়সী শিক্ষার্থীদের। প্রকৃতি যেনো অনাবিল আনন্দ ও সৌন্দর্য নালাভূমিতে পরিণত হয়েছে উপজেলার গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা।
Leave a Reply