মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে দিন দিন বেড়েই চলেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। একটার দাম বাড়লে কমার আর লক্ষণ দেখা যায় না। বিশেষ করে চিনির দাম।
৬০ টাকার চিনি বেড়ে এখন দাড়িয়েছে ১৩০ টাকায়। পাশাপাশি বাড়ছে সব ধরনের নিত্যপণ্যের দামও। ফলে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের ও মধ্যবর্তী শ্রেণীর মানুষদের। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে একাধিক ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারেই ঈদ পরবর্তী সময়ে বাড়তে শুরু করেছে সব ধরনের নিত্যপণ্যের দাম। ফলে সিমিত আয় দিয়ে সংসার চালাতে পারছেন না তারা।
সাধারণ মানুষের কথা ভেবে বাজারের প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া সহ বাজার নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।
Leave a Reply