মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামাপাঙ্গাসী গ্রামের বিদেশ প্রবাসী মোঃ আব্দুর সবুর প্রামানিকের ছোট ভাই মোঃ জাহাঙ্গীর আলম (ওরফে জাহাঙ্গির রাজমিস্ত্রি-৩৬) এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৬ এপ্রিল ২০২৩) সকাল ৯ টায় উপজেলার ইসলামাবাদ হাটপাঙ্গাসী ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন গ্রামাপাঙ্গাসী চাঁনপাড়া কারিগরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শহিদুল ইসলাম। এ সময় জানাজা নামাজে অংশ নেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যন, অধ্যাক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু। বিশিস্ট্য ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম, ডাঃ মোঃ গোলাম মোস্তফা সরকার, মোঃ আব্দুল মালেক সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
উল্যেখ্য, ১৫ এপ্রিল শনিবার গরু হাটে নেবার সময় অসাবধানতার কারনে গরুর রশির সাথে পায়ে প্যাচ লেগে স্হানীয় গ্রামপাঙ্গাসী হাটাপাঙ্গাসী সড়কের রইবা হাজির ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় ছিটকে পড়লে তাৎখনিক ভাবে হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply