এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সুত্রে জানা যায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজ শুরু পর থেকেই ওই ইউনিয়নের
৪টি প্রকল্পে মোট ১৫২ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও বাস্তবে কাজ করছে অনেক কম সংখ্যক শ্রমিক। বাকি শ্রমিকের টাকা যাচ্ছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের পকেটে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার
(৩০ মে) ওই ইউনিয়নের শ্রীরামপুর পাকা রাস্তা হইতে কাবিলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে গিয়ে দেখা যায় সেখানে ৩৬ জন শ্রমিক ধরা থাকলেও বাস্তবে ঐ প্রকল্পে একজন শ্রমিকও পাওয়া যায়নি। এ বিষয়ে ঐ প্রকল্পের সভাপতি ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেনের সাথে কথা হলে তিনি জানান চেয়ারম্যানের নির্দেশে পশ্চিম আটঘরিয়া মানব ধর্ম প্রচার মন্দিরে মাটি ভরাট কাজে শ্রমিকগুলো কাজ করছে, সেখানেও গিয়ে দেখা যায় প্রকল্পে যে শ্রমিক ধরা রয়েছে সেখানে উপস্থিত তার চেয়ে অনেক কম।এছারা রুপাখাড়া বাজার মসজিদ হইতে সাচ্চু মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কাজে ৩৬ জন শ্রমিক ধরা থাকলেও বাস্তবে কাজ করছে ২৫ জন শ্রমিক। এবং আকড়া হালিমের বাড়ি হইতে আকড়া মেইন রাস্তা পর্যন্ত রাস্তা মেরামত কাজে ৩৮ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও বাস্তবে কাজ করছে ২৮ জন ও বন্দিহার জয়নালের বাড়ি হইতে বাকাই মৌজা পর্যন্ত নতুন রাস্তা মেরামত কাজে ৪২ জন শ্রমিকের নাম কাগজ কলমে ধরা থাকলেও বাস্তবে রয়েছে অনেক কম সংখ্যক শ্রমিক। এসব প্রকল্পের সভাপতিদের সাথে কথা বললে তারা বলেন আমরা এসব প্রকল্পের বিষয়ে কিছুই জানিনা চেয়ারম্যান সাহেব সব জানেন, আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন। এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের বক্তব্যর জন্য মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লোক পাঠিয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply