নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২ নারী নিহত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ঢাকা গামী গরু বোঝায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনা স্থলে নিহত হয়, বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।এলাকাবাসি ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানাযায় শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন থেকে নাম্বার বিহীন মটরসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী গরু বোঝায় একটি ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান। মটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।
Leave a Reply