নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাঐখোলায় রাতের আধারে সরকারী রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে নিলেন স্থানীয় প্রভাবশালী আইয়ুব আলী মাষ্টার গং। বুধবার রাত ১ টায় উপজেলার চান্দাইকোনা ইউপির ষোলমাইল টু শলিয়াগাড়ী রাস্তায় জোর পূর্বক অবৈধভাবে ইউক্যালিপটাস গাছ কেটে নেন আইয়ুব আলী গংরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার বিকেলের প্রচন্ড ঝড়ে ভেঙ্গে পড়া গাছ সরানোর কথা বলে এর সাথে রাত ভর চলে রাস্তা ইউক্যালিপটাস গাছ কর্তন। আরোও দেখা যায় কর্তনকৃত গাছ গুলো রাখা হয়েছে বাঐখোলা মাদ্রাসা মাঠ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন জায়গায়। মাদ্রাসা মাঠে গাছ রাখার বিষয়ে কোন কিছুই জানে না মাদ্রাসা কর্তৃপক্ষ। তাঁরা বলেন এই গাছ গুলো রাতের আঁধারে পুলিশের তারা খেয়ো রেখে গেছে।
এ বিষয়ে অভিযুক্ত বাঐখোলা গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র আইয়ুব আলী মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় ভেঙ্গে পড়া গাছ গুলো রাস্তা পরিস্কার করার জন্য কাটা হয়েছে। তবে গাছ গুলো সরকারি রাস্তার পাশে আমাদের জায়গাজমির মধ্যে হওয়ায় কর্তন করেছি। তিনি আরো বলেন, এই গাছ কর্তন শুধু আমি একাই করিনাই আমার সাথে আরো ছিলেন বাঐখোলা গ্রামের মৃত কামাল পাশার পুত্র ফিরোজ খাঁ, রজব আলীর পুত্র মুসা ও শুকুর আলী সহ বেশ কয়েক জন।
এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাত ২ টার দিকে কে বা কাহারা গাছ গুলো মাদ্রাসা মাঠে ফেলে যায় আমরা কিছুই জানি না।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি আমি অবগত নই। তবে সরকারি গাছ অনুমতি ছাড়া কেটে নেয়া দন্ডনীয় অপরাধ। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
Leave a Reply