মোঃ সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধর্ষন মামলার আসামি ইউপি সদস্য শরিফুল আলম কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার(১৪ নভেম্বর) সকালে চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের থানারোড নামক স্থানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী শিল্পি খাতুন জানায় দীর্ঘ দিন ধরে ইউপি সদস্য শরিফুল ইসলাম তাকে কু প্রস্তাব দিয়ে আসছিল। ঐদিন রাত্রি ৯ টার দিকে আমি বাড়িতে একা থাকার সুযোগে সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ।
এ বিষয়ে আমি নিজে বাদি হয়ে রায়গঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। এসময় মানববন্ধনে দুষ্কৃতীকারী ও কু-চরিত্রে লিপ্ত হওয়া শরিফ মেম্বারের নানা অপকর্মের বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিন্টু, ভুক্তভোগীর স্বামী ওর্য়াড আওয়ামী লীগের সহ সভাপতি মুনসুর আলী সহ অনেকেই। এসময় বক্তারা বলেন, ধর্ষন মামলার প্রভাবশালী আসামি ইউপি সদস্য শরিফুল আলম কে অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানা।
Leave a Reply