রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে তামাক ও মাদক প্রতিরোধে মাধ্যম ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ।
বুধবার (২৬ জুলাই) বেলা ১২ টায় উপজেলার অডিটোরিয়াম হল রুমে এক মাদক ও তামাক প্রতিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্বে করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ডঃ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রায়গঞ্জ তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তৃপ্তি কনা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়), স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসেম হাসিল ভাতারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুর রহমান তালুকদার ,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরনবী সরকার উপজেলা,মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রমুখ। আলোচনা শেষে তামাক ও মাদক প্রতিরোধী শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
Leave a Reply