মোঃ তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ রায়গঞ্জের হবণ গাতী জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৭ নভেম্বর) উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের হরণ গাতী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোঃ নুর হোসেন( ৬০) পিতাঃ মৃত শহীদ, মোহাম্মাদ, (৫০) পিতাঃমৃত কলি উদ্দিন, আলাউদ্দিন (৫৫) পিতাঃ মৃত ছুটা, অন্যরা হলেন, বাদশা (৩০), জিয়া (২৬) হোসেন আলী (৩২)।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবণ গাতী গ্রামের আর এস, খতিয়ান নং৭১ জমির পরিমান০.০৫৭১১৫ একর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে পাশের বাড়ির মোঃ নুর হোসেনের পরিবারের সঙ্গে মোছাঃ নুরমহল, ও তার স্বামী মোহাম্মদ আবুল হোসেনের পরিবারের দ্বন্দ্ব চলে আসছে। তাদের এই দ্বন্দ্ব গ্রাম আদালত পর্যন্ত গড়িয়েছে। যাহা গ্রাম আদালতের অন্তর্ভুক্ত হওয়ায় গৃহীত হয় এবং পরবর্তীতে প্রতিবাদীকে পর পর ০৩ (তিন) বার সমন প্রদান করা হয় কিন্তু বিবাদী মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ, এবং আলাউদ্দিন অনুপস্থিত থাকায় একতরফা শুনানির মাধ্যমে সকল কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদী নিম্ন তফশিল সম্পত্তি প্রাপ্ত হয়।
অভিযুক্ত মোহাম্মদ নূর হোসেনের ছেলে কে জিজ্ঞাসা করা হলে তিনি ডেইলি সিরাজগঞ্জ নিউজকে বলেন এই বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই।
কিন্তু বাদী নুরমহল এবং তার স্বামী আবুল হোসেন, ডেইলি সিরাজগঞ্জ নিউজকে বলেন এটা আমার বাপ দাদার সম্পত্তি কিন্তু এই সম্পত্তি ভোগ দখল করতে গেলে বিবাদী পক্ষ আমাদের বাধা দেয় এবং মারধর করে ও জমিতে গাছ লাগালে সেই গুলি উপরে ফেলে দেয় উক্ত বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply