রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই চলন্ত ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ আগুন লাগিয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ষোল মাইল তবারীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গম বোঝাই ট্রাকে অবরোধকারীরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন পুড়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকে থাকা গম পুড়ে গেলেও ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।
Leave a Reply