মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে কাঁচা মরিচের দাম দফায় দফায় বেড়ে দাড়িয়েছে কেজি প্রতি ৩৫০ থেকে ৩৬০ টাকায়। ফলে নিরুপায় হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা। মরিচের চাষ কম, তারপর অনাবৃস্টি ও প্রচন্ড রোদে খেতেই নস্ট হচ্ছে এমন সব অজুহাতে দফায় দফায় দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। এমনটিই বলছেন বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা।
২৭ জুন ২০২৩ মঙ্গলবার উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগে ১২০ টাকা বিক্রি হলেও তা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকায়। অবশ্য এই দিন সকালে উপজেলার হাটপাঙ্গাসী বাজারে ৩৬০ টাকা কেজি দরে বিক্রি করা হলেও বিকেলে বিক্রি করা হয় ৩৮০ টাকা থেকে ৩৯০ টাকায়।উপজেলার চান্দাইকোনা, গ্রামপাঙ্গাসী ও হাটপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী বলেন, বর্তমানে কাঁচা মরিচের সরবরাহ অনেকটাই কমে গেছে, ফলে দাম বেড়েছে। তবে সরবরাহ বাড়লে কমে যাবে দাম এমনটিই বলছেন ব্যবসায়ীরা।
উপজেলার চকনুর গ্রামের বাসিন্দা মোঃ সেলিম রেজা ওরফে হৃদয় জানান, শুক্ন মরিচের দাম বাড়ায় শুক্ন মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে আসছি। কিন্তু বাজারে গিয়ে দেখি, ১২০ টাকার কাঁচা মরিচ একলাফে বেড়ে ৩৫০ থেকে ৩৬০ টাকাতে পৌছে গেছে। এমনিতে চাল, চিনি, আটা, ময়দা সহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দামে দিশেহারা আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা। এতো দেখছি মড়াঁর উপর খারার ঘাঁ। এমতাবস্তায় বাজার মনিটরিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করছেন উপজেলার মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।
Leave a Reply