মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বোরো ধানের জমি চাষাবাদের জন্য আগাম বোরো ধানের বীজ বপনের জন্য জমিতে হালচাষ, পানি দেওয়া ও মই দিয়ে জমি সমান করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বৃষকেরা। বলা চলে আগাম বোরো ধানের চারা রোপনের জন্য এক রকম প্রতিযোগীতা চলছে কৃষকদের মাঝে।
এখনো পুরোদমে ধানের চারা রোপন শুরু না হলেও বসে নেই কৃষকেরা। পানিতে চলিয়ে যেতে পারে এই ভয়ে অনেকেই রঞ্জিৎ ধানের চারা রোপন করছেন বলে জানান উপজেলার বেশ কয়েকজন বৃষক। উপজেলার শ্রীদাসগাতী গ্রামের বোরো ধানের বীজ বপণ করছেন কৃষক মোঃ রফিকুল ইসলাম। তার সাথে কথা হলে তিনি জানান, চলতি ইরি ধানের ভালো ফলন হলেও পানি সেচ দেয়া নিয়ে অনেক ঘাটতি হয়েছে।
এজন্য এবার আগাম জমি প্রস্তুত করে বোরো ধান চাষাবাদের জন্য বীজ বপণ করা হচ্ছে। তাছাড়া গত মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় এবার আগাম বোরো ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন উপজেলার কৃষকেরা।
Leave a Reply