মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী আঞ্চলিক মহাসড়কের দেড় কিলোমিটার রাস্তা প্রায় ১৪ বছর যাবৎ সংস্কার করা হয়নি। ফলে দেড় কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়েই বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।
সেই সাথে জনসাধারণের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে অসংখ্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। উক্ত রাস্তার হাটপাঙ্গাসী বাজার ব্যতীত দু’ পাশের সড়কটি সংস্কার করা হলেও সংস্কার করা হয়নি বাজার এলাকার দেড় কিলোমিটার সড়ক।
বর্তমানে উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত সড়কটির বেশির ভাগ স্হানে ইট-খোয়া বের হয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃস্টি হয়েছে। তাছাড়া একটু বৃষ্টি হলেই কাঁদা-পানিতে একাকাকার হয়ে যায়। ফলে চলাচলের চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণের।
বিশেষ করে শিক্ষার্থীদের। উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের স্হানীয় বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মল্লিক, মোঃ জাহাঙ্গীর আলম ওবায়দুল ও মঞ্জুর আলম পান্না জানান, বর্তমানে আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাসী বাজার ব্যতীত দু’পাশের সড়কটি ভাল থাকলেও বাজার এলাকার দেড় কিলোমিটার সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। ফলে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সড়কে চলাচল করছে হাজারো মানুষ।
পার্শবর্তী গ্রামের অটোভ্যান চালক মোঃ মানিক, গোলবার, হান্নান, মেরাজুল, মাসুদ, রেজাউল, ফরিদুল জানান, হাটপাঙ্গাসী বাজারের পশ্চিম সড়ক, পূর্ব সড়ক ও দক্ষিণের ভদ্রঘাট সড়ক পাকা থাকলেও বাজার এলাকার মাত্র দেড় কিলোমিটার রাস্তা সংস্কার না করায় চলাচরের অনুপযোগী হয়ে পড়েছে।
ফলে যাত্রীদের পড়তে হচ্ছে চরম দূর্ভোগে। সেই সাথে মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ছে যানবাহনগুলো। এমতাবস্হায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের হাটপাঙ্গাসী বাজার এলাকার রাস্তাটুকু সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করছেন অত্র এলাকার হাজারো মানুষ।
Leave a Reply