আলী আশরাফ, সিরাজগঞ্জ : গাজীপুর জেলার এক মেয়ে বিয়ের দাবীতে অনশন করছে সিরাজগঞ্জে অনশন করার সময় রাত্রীতে অনশনকারীর নগদ টাকা, স্বর্ণ লুট ও ভালবাসার প্রমানাদি হিসেবে মোবাইলে ধারণকৃত প্রেমিক-প্রেমিকার ভিডিও, ছবি নষ্ট ও মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার পাচ্ছে না অনশনকারী।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নে রাজীবপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বোটবাজার কাখোরা দক্ষিণপাড়া গ্রামের মো: বাবলু বেপারী মেয়ে মোছা: আয়শা আক্তার (২৪) এর সাথে মোবাইল ফোন, ইমুতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের রাজীবপুর গ্রামের সিদ্দিক পাঠান এর মো: মেরাজ (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় মেরাজ এর কলাকৌশলে আয়শা আক্তার তার পূর্বের স্বামীকে ডিভোর্স প্রদান করেন। আয়শা আক্তার তার স্বামীকে ডিভোর্স প্রদান করার পরে মেরাজ আর বিবাহ করতে অস্বীকৃত জানায়।
এরই এক পর্যায়ে ২৮ ফেব্র“য়ারী ২০২৪ইং তারিখে আয়শা আক্তার বিয়ের দাবীতে সিরাজগঞ্জে মেরাজের বাড়িতে এসে অনশন করতে থাকে। অনশন করার সময় মেরাজ, সিদ্দিক পাঠান, সিদ্দিক পাঠানের পুত্র মাহমুল্লাহ অজ্ঞাত ৪/৫ জন রাত্রী ১২টার সময় আয়শা আক্তারকে মারপিট করে তার কাছে থাকা মোবাইল ফোনের প্রেমের প্রমানাদি ছবি, ভিডিও নষ্ট, নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণকার লুট করে সিএনজি যোগে শালিয়াভিটাতে রেখে যায়। নিরুপায় হয়ে পুনরায় আবার বিয়ের দাবীতে ১৯ মার্চ ২০২৪ইং তারিখে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরাজের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করতে থাকে। অনশন করার সময় আবার মারপিট করে আয়শা আক্তারকে বাড়িতে বের করে দেয়।
Leave a Reply