তানোর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাবুর রহমান মাহাম। তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী।
তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য। তিনি আরো বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহা শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমগ্র রাজশাহী বাসী সহ দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।
Leave a Reply