নিউজ ডেস্কঃ
রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। গত ১২ জুলাই থেকে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তবে অনেকেই এ বিষয়টি না জানার কারণে হাসপাতাল-ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন।
এদিকে, রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে ভর্তি হয়েছেন নতুন ১৭ রোগী। আর ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন ডেঙ্গু ওয়ার্ডে। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি ঢাকা থেকে এসেছিলেন। এর আগে সকালে ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন। তার বাড়ি নেত্রকোনা। ৩ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি জানান, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে রাজশাহী থেকে কোথাও যাননি। তারা রাজশাহীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট সাত জন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন ১০৬ জন। তাদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।
হাসপাতাল পরিচালক জানান, মাত্র ৬০ টাকায় হাসপাতালে রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষায়। আর শহরের ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে বিনামূল্যে। রাজশাহী সিটি করপোরেশন শহরে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, শহরের ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং সিটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগী ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন। অনেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কথা জানেন না বলে রোগীর সংখ্যা একটু কম হচ্ছে। জ্বর হলে তিনি সবাইকে নগর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর আহ্বান জানান।
Leave a Reply