শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে সভাপতি পদে নুর কায়েম সবুজ মনোনিত হয়েছেন।
গত (০২ অক্টোবর ২০২৪ইং) তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এর কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের এডহক কমিটিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজকে সভাপতি পদে মনোনিত হয়েছেন।
আরো জানা যায়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে। এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
নুর কায়েম সবুজ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংলরী মালিক সমিতির ৩বারের নির্বাচিত সভাপতি, সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির ১২ বারের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র তিন বারের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল আমান সবুজ জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সয়াধানগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে নুর কায়েম সবুজ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply