সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে সেলিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সে উপজেলার নরিনা ইউনিয়নের যুগ্নীদহ গ্রামের রিকশাচালক সেলিম প্রামাণিকের স্ত্রী ও চর নারুয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে। তারা দীর্ঘদিন যাবৎ বগুড়া -নগরবাড়ি মহাসড়কের ঢালে ২ মেয়ে নিয়ে বসবাস করতেন।
সোমবার (১৪ আগস্ট) সকালে মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা গৃহবধু সেলিনা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিকাল সাড়ে ৫টায় নিহত গৃহবধুর লাশ বাড়িতে নিয়ে এলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত গৃহবধুর স্বজনেরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই তার জুয়াড়ি স্বামী সেলিম বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রী সেলিনা খাতুনকে অমানুষিক নির্যাতন করতো। ঘটনার দিন সকালে তুচ্ছ ঘটনায় নেশাগ্রস্ত সেলিম প্রামানিক সেলিনা খাতুন এর উপর অমানুষিক নির্যাতন করেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে তার উপর অভিমান করে সকাল আনুমানিক ১০টায় সেলিনা খাতুন ঘরে রাখা গ্যাস ট্যাবলেট খায়।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা।
এই ঘটনায় শাহাজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, আগামীকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply