ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ চৌহালী উপজেলার যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত মেহেদী এই কারাদণ্ড দেন।
এ সময় জেলেদের কাছ থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
কারাদণ্ডকৃত আসামীরা হলেন, টাংগাইল সদর উপজেলার কালিয়া পাড়া গ্রামের মো. শাহজাহান শেখের ছেলে, মো. আব্দুল খালেক (২২), মাইঝাল গ্রামের মো. শাহেব আলী ছেল মো. জেহেল (৫০),
মো. আব্দুল আজিজের ছেলে মো. কালাম (৪০)।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভির হাসান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply