এনামুল হক, সিরাজগঞ্জঃ
প্রতি শুক্রবারের ন্যায় এসপ্তাহে যমুনা নদীর রুই মাছ দিয়ে ৭’শ দুঃস্থ অসহায় ও গরীবদের মেনমানদারী করালেন হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসপ্তাহে মেনমানদারীতে ছিল যমুনা নদীর রুই মাছ, সাদা ভাত, পায়েশ ও ডাউল।
প্রতি সপ্তাহে গরীবদের মেহমানদারী করিয়ে সিরাজগঞ্জের সর্ব মহলে প্রশংসিত হয়েছেন হাজী মোঃ আব্দুস সাত্তার। গরীব, অসহায় ও দুঃস্থদের নিজ হাতে মান সম্মত খাবার পরিবেশন করে থাকেন তিনি।
(২০ অক্টোবর ২০২৩ইং), শুক্রবার জুমার নামাজ শেষে সরেজমিননে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সামনে ৭’শ দুঃস্হ, অসহায় ও গরীবদের মেনমানদারী করান সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। মেহমানদারীর মধ্যে সাদা ভাত, যমুনার রুই মাছ, ডাউল, পাইস নিজ হাতে পরিবেশন করেন হাজী আব্দুস সাত্তার।
শুক্রবার আসলে উপস্থিত শত শত অসহায়, গরীবদের মেহমানদারী করান তিনি। অসহায়, গরীব, চক্ষু লজ্জায় ভয়ে কারও কাছে হাত পাতে না এমন ব্যক্তিকে গোপনে প্রতি শুক্রবারে নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকেন সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার ।
উল্লেখ্য, প্রতি শুক্রবারে হাজী মোঃ আব্দুস সাত্তার এর সাথে মোসাফা ও দেখা করতে অতি আগ্রহ নিয়ে বসে থাকেন শত শত অসহায়, গরীব দুস্থ্যরা। হাজী আব্দুস সাত্তার উপস্থিত শত শত অসহায়, গরীবদের সাথে মোসাফা করে তাদের হাতে একটা ১’শ টাকার নোট গুজে দেন। শত শত অসহায়, গরীব দুস্থ্যরা মহান রব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে হাজী আব্দুস সাত্তার জন্য দোয়া করতে থাকেন।
অসহায়, গরীব ও দুঃস্থদের মেহমানদারী করার সময় মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, এক্সিকিটিভ সেলসম্যান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসপ্তাহে ৪টি বৈঠকে প্রায় ৭’শ গরীব, অসহায়দের মেহমানদারীরা অংশগ্রহন করেন।
Leave a Reply