আলী আশরাফ,সিরাজগঞ্জ :
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের ভাই, বাবা ও মাকে রড দিয়ে পেটালেন ইভটিজার সোহান প্রামানিক। ইভটিজারের হাত থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন দেন তারা।পরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এঘটনায় মেয়ের বাবা, ভাই ও মা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ্ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার রহমত প্রামানিক এর পুত্র সোহান প্রামানিক (২২) বিভিন্ন সময়ে একই গ্রামের হেলাল উদ্দিন এর মেয়ে রিতু খাতুন (২০)কে উত্যাক্ত ও কুপ্রস্তাব দিত। রিতু খাতুন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রিতু খাতুনের অশ্লীল ছবি তুলে নেট দুনিয়ার ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিত সোহান। এরই এক পর্যায়ে (২২ আগষ্ট ২০২৩) বিকেল সাড়ে ৫টার দিকে সোহান প্রামানিক রিতু খাতুনের বাড়িতে প্রবেশ করে কুপ্রস্তাব প্রস্তাব দেয়। কুপ্রস্তাবে প্রস্তাবে রাজি না হয়ে সোহানের গালে রিতু খাতুন জুতা দিয়ে বাড়ি মারে। জুতা দিয়ে চর মারার কারণে রিতু খাতুনকে বেধরক মারপিট শুরু করে সোহান। মারপিটের হাত থেকে মেয়েকে বাঁচাতে এলে রিতু খাতুনের বাবা হেলাল আলী (৪৮) ও মা ঝর্ণা খাতুন (৪৫)কেও বেধরক মারপিট করে সোহান। উভয়পক্ষের মারপিটের এক পর্যায়ের সোহানের গাল কেটে যায়। ইভটিজার সোহানের হাত থেকে বাঁচতে রিতু খাতুন ৯৯৯-এ টেলিফোন করেন। ঘটনা ঘটার ২০ মিনিট পরে রিতু খাতুনের বড় ভাই মিদুল (২৫) বাজার ভদ্রঘাট থেকে বাজার করে বাড়িতে আসার সময় পূর্ব থেকে ওৎ পেতে থেকে ইভটিজার সোহান প্রামানিক (২২) ও তার বড় ভাই নাজমুল প্রামনিক (২৮) রড দিয়ে পেটানো শুরু করেন। রড দিয়ে পেটানোর কারণে মিদুল মাথায় গুরুতর আঘাত পান। ৯৯৯-এ টেলিফোন পেয়ে সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল কামারখন্দ থানা পুলিশ পরিদর্শন করেছেন। অপরদিকে ভদ্রঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী খান মোহাম এর সামাজিক শালিসের আশ্বাসে থানায় মামলা করতে যাচ্ছে না হেলাল আলী।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৯৯৯-এ টেলিফোন পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। তদন্ত চলছে। কেউ থানায় মামলা বা অভিযোগ করতে আসেনি।
Leave a Reply