তারিকুল আলম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
সিরাজগঞ্জ শহরের সমাজ কল্যাণ মোড় এলাকার সততা মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন হাজার, অমি স্টোরকে মেয়াদোত্তীর্ণ সাবান, মশলা ও কেক বিক্রির দায়ে দুই হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় তামান্না ফল ভাণ্ডারকে দুই হাজার ও স্যালাইন থাকার পরেও মিথ্যা ঘোষণা দিয়ে বিক্রি না করা ও ফিজিশিয়ান স্যাম্পলে নিজে মূল্য লিখে বিক্রির দায়ে তামান্না ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনায় তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান আগামীতে আরও চলবে ইনশাল্লাহ ।
Leave a Reply