নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় মুগবেলাই তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর ২০২৩ খ্রী) উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জনাব কবির বিন আনোয়ার অপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল্লাহ সবুজ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কামারখন্দ, জনাব আবুল ফরাজ খান, সাবেক চিফ ইঞ্জিনিয়ার, ডিআইটি, বাহাদুর আলম খান, আসলাম উদ্দিন সরকার, ফেরদৌস আজম খান প্রমুখ।
খেলায় সভাপতিত্ব করেন মুগবেলাই তরুণ সংঘের সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিরাজগঞ্জের সভাপতি তৌফিকা আহমেদ।
প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তবে বলেন- সমাজে তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প কেই। তাই খেলাধুলায় সহযোগীতায় সবাইকে এগিয়ে আসতে বলেন।
ফাইনাল খেলায় মাছিমপুর ক্রীড়া চক্র ও মেসার্স নূরনবী এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। খেলায় মাছিমপুর ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে মেসার্স নূরনবী এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply